http://farukhaidarbd.blogspot.com/ Spinning arrow

TeamViewer এর সাহায্যে PC এর control

আজকে আমি আপনাদের PC  এর  control  নিয়ে মজার একটি টিউন করব। আপনি নিজের বাসায় বসে আপনার বন্ধুর বা যে কারো PC  এর  control  করতে পারবেন। মাত্র ছোট্ট একটি  software দিয়ে এ কাজটি আপনি করতে পারবেন। এই software দিয়ে আপনি যা যা করতে পারবেন:


  1. অন্যের PC  এর সব  documents  দেখতে পারবেন।
  2. যেকোন  folder  এ ঢুকতে পারবেন।
  3. অন্যের PC  এর সব  documents  আপনার PC  তে নিয়ে আসতে পারবেন।
  4. অন্যের PC  থেকে  Internet ব্যবহার করতে পারবেন। আরো অনেক কিছু।
তাহলে দেখা যাক কিভাবে তা কাজ করে:
প্রথমে software টি download করে নিন।  (A) Installer download. অথবা (B) Portable download.
এরপর .exe file টিতে ডাবল click করুন। নিচের মত দেখা যাবে।
Install option এ click করে নিচের  next button এ click করুন।

এবার  personal/ Non commercial use  এ click করে নিচের  next button এ click করুন।

এবার I accept the terms of the License Agreement  এবং I agree that I will only use TeamViewer for non commercial and private use বক্সে টিক চিহ্ন দিন এবং next button এ click করুন।

এবার  choose installation type dial box আসবে। সেখান থেকে No (default) অখবা Yes বাছাই করুন। অবশ্য পরবর্তীতে এটি পরিবর্তন করা যাবে।
এবার Desktop থেকে  Team Viewer টি  open করুন।

সেখানে আপনি Id এবং password দেখতে পাবেন। আপনার বন্ধু ও একইভাবে Id এবং password দেখতে পাবেন । সেটি সংগ্রহ করুন। এবং এটি নিদ্র্স্ট স্থানে বসান।

এভাবেই আপনার বন্ধু বা যে কারো PC  এর  control নিতে পারবেন। এতে অবশ্যই তার সম্মতি লাগবে।

Download :
Installer file
Portable file


Share this article :

+ comments + 1 comments

10 January 2013 at 00:12

খুব সুন্দর পোষ্ট ! সফটওয়্যারটির নাম শুনেছি কিন্তু কখনো ব্যবহার করতে পারিনি! ধন্যবাদ আপনাকে এটা আমাদের শেয়ার করার জন্য!

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Farukhaidar - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger
Real Time Web Analytics